নেত্রকোনায় সাহিত্য সমাজের নতুন কমিটি গঠিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা: বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ (বাঁয়ে) ও তানভীর জাহান চৌধুরী। নেত্রকোনায় সাহিত্য সমাজ’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদকে সভাপতি ও ভালোবাসার কবি খ্যাত তানভীর জাহান চোধুরীকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার কার্যালয়ে নেত্রকোনা সাহিত্য সমাজের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ননী গোপাল সরকার। সঞ্চালনা করেন সূফী কবি এনামূল হক পলাশ।
সভায় কবি অধ্যাপক আনোয়ার হাসান, কবি তৌফিকা আজাদ, কবি সাইফুন নাহার শিউলী, কবি কল্পনা ঘোষ, কবি ও লেখক সুমিত্র সুজন, কবি অধ্যাপক খন্দকার অলিউল্লাহ, কবি মোখলেসুর রহমান, সাংবাদিক ও কবি দেলোয়ার হোসেন মাসুদ, কবি নাজমা আলী, আবৃত্তি শিল্পী মৌপ্রিয়া, কবি পারভেজ কামালসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কবি, লেখক ও সাহিত্যানুরাগী ছাত্ররা উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিতে ‘নেত্রকোনা সাহিত্য সমাজ’র তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে এতে বীরমুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদকে সভাপতি ও কবি তানভীর জাহান চোধুরীকে সাধারণ সম্পাদক ও কনক পন্ডিতকে সাংগঠনিক সম্পাদক  মনোনিত করা হয়েছে। এ কমিটি সকলের সাথে পরামর্শ করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী বলেন, নেত্রকোনা সাহিত্য অঙ্গনে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে চাই। সেইসাথে সবার মতামতকপ প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। নেত্রকোনা সাহিত্য সমাজ জেলার সকল কবি সাহিত্যিকদের সংগঠন হিসেবে আরও সুদৃঢ়ভবে প্রতিষ্ঠিত করতে চাই। উল্লেখ্য কবি তানভীর জাহান চৌধুরীর এ পর্যন্ত ৬টি কাব্যগ্রন্থ, একটি গল্পগ্রন্থ ও একটি উপন্যাস ২১শে বই মেলাসহ বিভিন্ন বই মেলায় প্রকাশিত হয়েছে। এছাড়া ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা ‘বোধ’ এর সম্পাদক তানভীর জাহান চৌধুরী। কাব্য উপন্যাসে ভালোবাসা প্রাধান্য পাওয়ায় ভালোবাসার কবি হিসেবে খ্যাতি পেয়েছেন তানভীর জাহান চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নেত্রকোনা পৌরবাসী, ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে রোগজীবাণু

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভায় বর্জ্য নিষ্কাশনে অব্যবস্থাপনার ফলে যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হয়ে পড়েছে। পৌর শহরের ব্যবসায়ী ও বাসাবাড়ির নিত্যদিনের ময়লা-আবর্জনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মগড়া নদী সহ যেখানে-সেখানে ফেলায় শহরের পরিবশে নোংরা হচ্ছে। এ সব বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আর্বজনার গন্ধে অতিষ্ঠ নেত্রকোনা পৌরবাসী। স্থানীয়রা […]

বারহাট্টা হাফিজিয়া দারুন উলুম মুহিউসসুন্নাহ মাদ্রাসার পরিস্থিতি

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা বারহাট্টা উপজেলায় এক সময়ের জমজমাট মাদ্রাসাটি ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, মাওলানা মাকসুদুর রহমান ও হাফেজ তোফাজ্জল হোসেন এ সময়ে মাদ্রাসার অবস্থা নাজুক ছিল। এর পর মাদ্রাসা কমিটি মুহতামিম নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। জরাজীর্ণ এতিমখানা মাদ্রাসার পত্রিকার বিজ্ঞপ্তি দেখে মাওলানা আনোয়ার হোসেন […]