চলছে ভোট-অনিয়মে স্থগিত গাইবান্ধা-৫ আসনে

Share the post

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।অনিয়মের কারণে গত বছরের ১২ অক্টোবর স্থগিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো ভোট হচ্ছে এই আসনে। ১৪৫টি কেন্দ্র পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এসব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে কেন্দ্রীয়ভাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মাহমুদ হাসান, জাতীয় পার্টির গোলাম শহীদ, বিকল্পধারার জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র সৈয়দ মাহবুবুর রহমান। দুই উপজেলার ১৭ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার।

তবে নির্বাচনে অনাস্থা জানিয়ে সরে দাড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে থাকছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদ্যসের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভোটে কোন অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান বলেন, ১৪৫ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে ১ হাজার ২৪২টি। যার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোট পর্যবেক্ষণ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন জানান, নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে থাকছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদ্যসের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯০৪ জন পোলিং অফিসার।’

গাইবান্ধা -৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, এই আসনের দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রে নারী-পুরুষসহ ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর মান্দায় অবৈধ একটি ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি মোড়ে ভাই ভাই ব্রিকসে এই অভিযান পরিচালনা করা হয়। ভাই ভাই ব্রিকস ইটভাটাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে।অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের অংশ হিসাবে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল […]

বাহুবলে অবৈধভাবে তৈরি ২টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে পরিচালিত নিউ রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস নামে দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১০ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ইটভাটা দুটি ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস। অভিযানকে যৌথবাহিনী সহযোগিতা করে। জেলা প্রশাসন জানিয়েছে, হবিগঞ্জ জেলায় […]