

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : র্যালি, আলোচনাসভা মধ্য দিয়ে বারহাট্টাতে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা প্রেস ক্লাব হল রূমে যুগান্তরের বারহাট্টা উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমানের উদ্যোগে বারহাট্টা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম। বিশেষ অথিতি ছিলেন, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মাদ বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম খান রেজভী, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রুকনুজ্জামান খান, বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয়, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি লতিফুর রহমান, আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, মুখলেছুর রহমান হীরা, দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি জসীম উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।