আরো ৯ ওমিক্রন রোগী, শনাক্ত বেড়ে ৩০

Share the post

দেশে আরো ৯ জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা সূত্রে এ তথ্য জানা গেছে। জেনোম সিকুয়েন্সের তথ্য জমা দেয়ার আন্তর্জাতিক সার্ভারে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে। ওমিক্রন শনাক্ত হলে তথ্য জানানোর আন্তর্জাতিকভাবে বাধ্যবাধকতা রয়েছে।

গত শুক্রবার (৭ জানুয়ারি) সকাল নাগাদ জিআইএসএআইডিতে বাংলাদেশে অমিক্রনে সংক্রমিত নিশ্চিত রোগীর সংখ্যা ছিল ২০। তিন দিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৩০ হলো। ৩০ জনের সবাই ঢাকার।দেশে গত ১১ ডিসেম্বর প্রথম দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার। ওই দুইজনসহ পরবর্তীতে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ওমিক্রন সারা বিশ্বে অতি দ্রুত ছড়িয়ে পড়েছে। করোনার আর কোনো ধরনকে এত দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়নি। আর এরই ধারাবাহিকতায় দেশে করোনার সংক্রমণ এখন আবারো ঊর্ধ্বমুখী। করোনায় মৃত্যু, নতুন রোগী ও নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার—সবই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে দেশে নতুন রোগী বেড়েছে ১১৫ শতাংশ। একই সময়ে করোনায় মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় যত দ্রুত সম্ভব বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা জরুরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]