ঈশ্বরদীর দাশুড়িয়াতে অন্তস্বত্তা গৃহবধূ ক্ষুন,আসামি আটক ১।

Share the post

মোঃ রাসেল হোসাইন ,পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় দূর্বৃত্তের রামদায়ের কোঁপে শারমিন শিলা (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এদিকে এলাকাবাসী ওই দূর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের এম এম উচ্চ বিদ্যালয়ের পাশে মুনসিদপুর এঘটনা ঘটে। নিহত গৃহবধূ ঈশ্বরদী পৌর এলাকার আকবরের মোড় মশুড়িয়াপাড়া মহল্লার মৃত রহমত আলীর মেয়ে। দাশুড়িয়া মুনসিদপুর এলাকার ব্যবসায়ী রানাউর রহমানের সহধর্মিণী। তার একটি ছেলে সন্তান রয়েছে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ৭ টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে মুনসিদপুরে গৃহবধূর চারতলা বাড়ির রান্নাঘরে রান্না করছিল গৃহবধূ শিলা। বাড়িতে লোকজন না থাকায় পূর্বশত্রুতার জের ধরে সকলের অগচরে চারতলায় প্রবেশ করে ওই দুষ্কৃতকারী। রান্নাঘরে ঢুকে রামদা দিয়ে এলোপাথাড়ি ভাবে কোঁপাতে থাকে।গৃহবধূ শিলা নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বাড়ির ছাদে আশ্রয় নেয়। চিৎকার চেঁচামেচি করতে থাকে।

এসময় দুষ্কৃতকারী ছাঁদে গিয়ে কোপাতে থাকে। এসময় বাড়ির নিচে ছিল গৃহবধূ শিলার স্বামী। পরে তিনি দৌড়ে দুইজনের ধ্বস্তাধস্তিতে ছাঁদ থেকে নিচে পড়ে যায় ওই দুষ্কৃতকারী। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত অবস্থায় ওই দুষ্কৃতকারীকে আটক করে। এবং তার স্বামী ব্যবসায়ী রানা ইসলাম মারাত্নক ভাবে আহত হয়েছেন।

বর্তমানে সে পাবনা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরে ঈশ্বরদী থানার তদন্ত (ওসি) হাদিউল ইসলাম সাংবাদিকদেরকে জানান, ওই দুষ্কৃতকারীকে পুলিশ আটক করেছে। বর্তমানে অসুস্থ থাকার কারণে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে নিহত গৃহবধূর লাশ সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পূর্বশত্রুতার কিনা? পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আটককৃত দুষ্কৃতকারীর কাছে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় সেই যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত যুবদল নেতা হলেন নেত্রকোনার মোহগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব।শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা […]

কক্সবাজারের মহেশখালীতে ৭ বছরের ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

Share the post

Share the postনুর মোহাম্মদ, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলাতে সাত বছর বয়সী ছেলেশিশুকে (৭) ধর্ষণের অভিযোগে হৃদয় শীল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১৪ই মার্চ শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক যুবক হৃদয় শীল পেশায় নরসুন্দর। পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা […]