আগামী বছরই রাজধানীতে চলবে দেশের প্রথম বিদ্যুতায়িত ট্রেন-মেট্রোরেল

Share the post

আগামী বছরই রাজধানীতে চলবে দেশের প্রথম বিদ্যুতায়িত ট্রেন-মেট্রোরেল। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত কাজ করছেন কর্মীরা। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে মেট্রোরেলের কাজ ৭২ ভাগের বেশি শেষ হয়েছে।

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে রেল। এ অংশের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন স্টেশনগুলোর প্রবেশ ও বহিঃর্গমনের কাঠামো তৈরির কাজ চলছে।

এছাড়াও নিয়মিত উত্তরা থেকে পল্লবী স্টেশন পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক চলাচল হচ্ছে। চার থেকে পাঁচ মাস পর মেট্রোরেলের বৈদ্যুতিক সংযোগসহ, যোগাযোগ ব্যবস্থা ও স্টেশনগুলোতে ট্রেনগুলো ঠিকমত থামছে কিনা সেটি পরীক্ষা করা হবে।

ছয় মাস এ পরীক্ষা শেষে আনুষ্ঠানিক যাত্রী পরিবহনে প্রস্তুত হবে মেট্রোরেল। এর মাধ্যমে প্রতি ঘন্টায় যাতায়াত করতে পারবে প্রায় ৬০ হাজার যাত্রী।

কর্তৃপক্ষ বলছে, প্রতিটি লাইনেই হবে একটি করে হাব, যা আশপাশের প্রতিটি রুটকে যুক্ত করবে ওই স্টেশনের সঙ্গে। এসব স্টেশনে নেমেই শুধু কেবল রাজধানীর যে কোনো প্রান্তই নয়। ঢাকার বাইরেও যে কোনো জায়গায় যাওয়ার পথ মিলবে। আর লাইন সিক্সের এই হাব হচ্ছে উত্তরা সেন্টার। থাকবে তিনটি স্টেশন প্লাজা সেই সঙ্গে যুক্ত হবে ফার্মগেটও।

এ ছাড়া প্রতিটি স্টেশন ও নামা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে স্টেশনের পরিধি। আসছে বছর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু হবে দেশের প্রথম মেট্রোরেল।

২০২৪ সালের আগেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোটা মেট্রোরেল চলবে। এ প্রকল্পের সার্বিক ব্যয় ২২ হাজার কোটি টাকা। ২০১২ সালের ১৮ই ডিসেম্বর প্রকল্পটি একনেকে অনুমোদন পায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]