মুহিবুল্লাহ হত্যা: আটক দুই রোহিঙ্গা রিমান্ডে
কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির মধ্যে দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেপ্তার বাকি দুইজন কারাগারে।
রোববার সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। সেসময় গ্রেপ্তার বাকি দুইজনকে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার সন্ধ্যায় আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এদিকে রোববার দুপুরে ইলিয়াস নামে আরেক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল।
বুধবার ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।