খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা
জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম- এর নেতৃত্বে ফুলতলা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় (খাদ্যে নিষিদ্ধ রং, ফ্লেবার ব্যবহার,অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ) ০২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- (ত্রিশ হাজার)টাকা জরিমানা আদায় করেন।
জেলা ভোক্তা অধিকার সুত্রে জানা যায় ৭ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা জেলা কার্যালয় কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম- এর নেতৃত্বে ফুলতলা উপজেলা, খুলনায় তদারকি করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় (খাদ্যে নিষিদ্ধ রং, ফ্লেবার ব্যবহার/অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ) ০২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- (ত্রিশ হাজার)টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর খুলনা প্রতিনিধি।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।