লালমনিরহাটে জেন্ডার বিষয়ক সভা
আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাট ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে মঙ্গলবার জেন্ডার জাষ্টিস এন্ড ডাইভার্সিটি কর্মসূচির আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম। সভায় নারী পুরুষের সমতা বিষয়ক বিভিন্ন ধাপ ও স্তর নিয়ে আলোচনা করা হয়। সভায় ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হক, শেখ মোঃ মাসুদ ইব্রাহীম, সোহাগ আলী সহ ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের ম্যানেজারগন সহ অবহিতকরন সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক সেলিনা বেগম প্রমূখ।