বিমানবন্দরে পিসিআর টেস্ট চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

Share the post

সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য চট্টগ্রাম শাহ আমানত, ঢাকা শাহজালাল ও সিলেট ওসমানী বিমানবন্দরে অবিলম্বে র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে মঙ্গলবার বিকালে এ দাবি জানানো হয়। অন্যথায় আমরণ অনশনের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।সামাজিক সংগঠন ‘আমার দেশ, আমার মাটি’ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে করোনা সংক্রমণ কমে আসায় ৩০ আগস্ট থেকে বাংলাদেশের জন্য সব প্রতিবন্ধকতা উঠিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারপরও আমরা আটকে পড়া হাজার হাজার প্রবাসী সেখানে যেতে পারছি না। এর একমাত্র কারণ আমিরাতের দেওয়া শর্ত

অনুযায়ী বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকা।বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্ট মেশিন বসানোর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, সরকার চাইলে যে কোনো সময় ব্যবস্থা করতে পারে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল মাত্র ৪ দিনে বিমানবন্দরে এ মেশিন বসিয়েছে।সংগঠনের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক। উপস্থিত ছিলেন ফুজেইরা যুবলীগের সভাপতি ফরিদুল আলম, বাংলাদেশ কমিউনিটি নেতা বেলাল হোসেন, মো. ফয়সাল, আবদুল্লাহ আল মামুন, মো. নজরুল, মো. দিদার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবীনগরে অস্ত্রসহ একজন আটক

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার ২ অক্টোবর ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ভোর ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। […]

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশু তামিমের মৃত্যু হয়েছে। শিশু তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের মেহেরুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশু তামিমকে ভিমরুলে কামড়ালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফার্মেসিতে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দুপুর ২ টার দিকে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য […]