দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও বসন্ত উৎসব উদযাপন
ঢাকা প্রতিনিধি: দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ ও বসন্ত উৎসব। গতকাল রবিবার ৩ ফাল্গুন ১৪২৬ দনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন করেছে বাংলা বিভাগ৷ হলুদ শাড়ী আর পাঞ্জাবী জানান দিচ্ছে চলছে বসন্ত! বসন্তের আমেজ ছড়িয়ে পড়ছে পুরো ক্যাম্পাসে৷ বিভিন্নভাবে বাসন্তির সাজে সেজেছিল শিক্ষার্থীবৃন্দ৷ বাংলা এবং বাঙ্গালির ঐতিহ্যকে সামনে রেখেই সাজানো হয়েছে এবারের বসন্ত উৎসব৷ সাথে ছিল বাংলা

বিভাগের আয়োজনে পিঠা উৎসব৷ বসন্তকে ঘিরে সবার মধ্যে ছিল উৎসবের আনন্দ ৷ ভুল করেননি এ সুন্দর মুহুর্তকে সেলফির ফ্রেমে বন্দি করতে৷ বাংলা বিভাগের এমন মুগ্ধকর আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন গভার্ণিং বডির সভাপতি সহ সদস্যবৃন্দ৷ এবং ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান৷ নবীন বরণ ও বসন্ত উৎসবে সভাপতিত্ব করেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্ণিং বডির সভাপতি জনাব,কে এম মোজাম্মেল হক৷ বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়রা বেগম সহ গভর্ণিং বডির সদস্য এবং বাংলা বিভাগ সহ কলেজ এর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ৷
