ডুমুরিয়ায় অতি বর্ষণে কয়েকটি বিলে জলাবদ্ধতা বিপাকে কৃষক ও মৎস্য চাষী

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতে চুকনগর কাঁঠালতলা এলকার কয়েকটি বিলে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। সেই সাথে তলিয়েছে মৎস্য ঘের সহ নিম্নাঞ্চলে বসবাসরত বাড়িঘর।একদিকে যেমন চলতি মৌসুমে আমন ধান চাষ করা নিয়ে শংকায় রয়েছে কৃষকরা।অন্যদিকে মৎস্য ঘের মালিকদের ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার।সরেজমিনে চুকনগর খুলনা মহাসড়কের দক্ষিণ পার্শ্বে মহিষ কুড়া,পাতাখোলা,পাঠন পাড়া, ভায়নার বিলে গেলে দেখা যায় জলাবদ্ধতা।এই সকল বিলের পানি নিষ্কাশন হয়ে যায় ভদ্র নদীতে। সেই পানি অপসারনের এক মাত্র পথে রয়েছে বিভিন্ন ধরনের বাঁধ।
এছাড়াও ভদ্রা নদী পুনঃ খননে খর্ণিয়া থেকে ভদ্রা নদি বাঁধ দেওয়ার কারণে পানি নিষ্কাশনে বাঁধা হয়ে দাড়িয়েছে বাঁধটি।এলাকার অধিকাংশ কৃষকের দাবি অতিশিগ্রই ভদ্রা নদির বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করা।দ্রুত এ কাজটি না করলে চলতি মৌসুমে কৃষকরা আমন ধানের উৎপাদন অনেকাংশে লাঘব হবে বলে জানিয়েছেন স্হানিয় কৃষকরা।
এছাড়াও চুকনগর যশোর রোডের পাশে রয়েছে শোলাকুড়,হাতিপোতা ডাঙ্গি বিল এই বিলের সব পানি নিষ্কাশন হয় বুড়ি ভদ্রা নদীতে।সেই পানি নিষ্কাশনের জায়গাগুলো এখন দখল করে নিয়েছে প্রভাবশালী মহল। পানি নিষ্কাশনের জায়গাগুলো দখলে নিয়ে গড়ে তুলেছে বহুতল ভবন সহ ব্যাবসা প্রতিষ্ঠান ।

যে কারনে এই বিলে আমন ধান চাষ করা নিয়ে মহা বিপাকে রয়েছে কৃষকরা। জমির মালিকদের সাথে কথা বললে প্রায় সকলেই এই বিলের পানি নিষ্কাশনের ব্যাবস্থা করার জন্য দাবি জানান।সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিলে জানাযায় চলতি মৌসুমে এসমস্ত বিলে আমন ধান,মৎস চাষ হয় পানি নিষ্কাশন না হলে ধান ও মাছ উৎপাদন কম হবে বলে জানাযায়।অফিস সূত্রে জানাযায়,ভারী বৃষ্টির কারনে চুকনগর কাঁঠালতলা এলাকার কয়েকশ মৎস ঘের ও পুকুর থেকে সাদা সোনা খ্যত চিংড়ি সহ অনান্য প্রায় ৫০ প্রজাতির মাছ ভেসে গেছে এবং কয়েকটি কাঁকড়া খামার এই জলাবদ্দতার কারনে তলিয়ে গেছে।
কারণ হিসাবে সকল চাষী সহ স্থানীয়রা সকলেই বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাবস্থা না করাকেই দায়ী করছেন।খোঁজ নিলে আরো জানাযায়,দেশের গলদা উৎপাদনের ১৯ ভাগ এই উপজেলাতেই হয়। আর জেলার উৎপাদনের মধ্যে ৬০ ভাগ হয় অত্র উপজেলাতে ।গত অর্থ বছরে ৬৬৯৫ মে.টন মাছের চাহিদা ছিল তার বিপরীতে উৎপাদন হয়েছিল ১০৩৫০ মে.টন।
কিন্তু এবছর একনাগাড়ে কয়েকদিন বৃষ্টির কারনে বিভিন্ন বিলে জলাবদ্ধতার কারনে ঘের তলিয়ে যাওয়া, আমন ধান চাষ করা নিয়ে শংকায় থাকলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহন করেনি কতৃপক্ষ। যেটাকে কৃষক মৎস্যচাষী এমনকি স্থানীয়রা ভালোভাবে দেখছেননা বিষয়টাকে। এবিষয় নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ বলেন আমি সরেজমিনে প্রত্যেকটি ইউনিয়নে ঘুরে যেখানে যেখানে জলাবদ্ধতা আছে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যাবস্থা গ্রহন করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

স্বজনপ্রীতি ও দুর্নীতি তদন্তে ইবিতে তথ্য চেয়ে নোটিশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি :কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এসকল সংক্রান্ত তথ্য অনুসন্ধানের নিমিত্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের […]

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]