সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, নিহত ১।

Share the post

মো.রাশেদুল ইসলাম,আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে লেনী ফ্যাশন নামে এক পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার সকালে ডিইপিজেড এর সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে এ বিক্ষোভ করেন তারা। এসময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে জেসমিন বেগম (৪২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত পোশাক শ্রমিক জেসমিন বেগম গোলটেক্স কারখানার জুনিয়র অপারেটর এবং খুলনার ডুমুরিয়া থানার খেজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ায় মধুপুর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা।শ্রমিকরা জানায়, রবিবার সকালে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও গার্মেন্টস কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। এ ঘটনায় আমরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় পালাতে গিয়ে জেসমিন বেগম নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয় বলেও জানায় তারা।

শ্রমিক আন্দোলনের বিষয়ে ডি ই পি জেড এর জি এম আব্দুস সোবহান বলেন, লীনা ফ্যাশন নামে পোশাক কারখানার শ্রমিকেরা ফেসবুক ও প্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানতে পারেন। রবিবার সকালে শ্রমিকেরা গার্মেন্টসের সামনে জড়ো হয়। গার্মেন্টস কর্তৃপক্ষ এ ধরণের কোন ম্যাসেজ দেয়নি বলে জানালে তারা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। এসময় আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে । তখন পালাতে গিয়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে বলেও জানান তিনি।

শিল্প পুলিশ -১ এর পরিচালক পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতিসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]