নীলফামারী সৈয়দপুরে চলন্ত মোটরসাইকেলের ব্যাগ কেটে ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই,
মোঃ মাইনুল হক,প্রতিনিধি রংপুর: ৬ ই মে বৃহস্পতিবার দুপুর তিনটায় নীলফামারী সৈয়দপুর পৌরসভার শহীদ ডা জিকরুল হক রোডের রুমা ফার্মেসীর সামনে চলন্ত মোটর সাইকেলের ব্যাগ কেটে ৩ লাখ ৮০ হাজার টাকা দুর্বৃত্তরা নিয়ে যায়। তথ্য সুত্রে জানা যায়, ফরিদা ফিলিং ষ্টেশন দশ মাইলের ম্যানেজার কালেকশনের টাকা নিয়ে পার্বতীপুর যায়। সেখানকার তেলের ডিপোর কালেকশন নিয়ে ডাচ বাংলা ব্যাংকের শাখায় জমা দেবার উদ্দেশ্য সৈয়দপুরে আসে। সৈয়দপুরে প্রবেশ করে রুমা ফার্মেসীর ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে । এ ঘটনায় সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।