লোহাগাড়ায় আগুনে পুড়লো ৫ দোকান

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার দরবেশ হাট রোডে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে লিডার বটন বড়ুয়ার নেতৃত্বে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। সাড়ে ৪টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ৩টি সেমিপাকা মুদি দোকান, ১টি চায়ের দোকান ও ১টি লন্ড্রি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের হিসাবে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।