চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আ.লীগের মোক্তার-জিয়াউদ্দিন

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন (এএইচএম জিয়াউদ্দিন) সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন; ১৯টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। ১২টিতে জয় পেয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা।
সোমবার রাতে সমিতির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কর্মকর্তা সুভাষ চন্দ্র লালা এই ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ থেকে সৈয়দ মোক্তার আহমদ ১৫১৪ ভোট পেয়ে সভাপতি ও আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন (এএইচএম জিয়াউদ্দিন) ১৬০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ দুই পদে বিএনপি ও জামায়াত-সমর্থিত ঐক্য পরিষদ থেকে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক সভাপতি পদে পেয়েছেন ১৩৭২ ভোট ও মোহাম্মদ আবদুস সাত্তার সারোয়ার সাধারণ সম্পাদক পদে পেয়েছেন ১১৯৭ ভোট।
সম্পাদকীয় পদে সমন্বয় পরিষদ থেকে এবারের নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন অর্থ সম্পাদক পদে মঈনুল আলম চৌধুরী টিপু (১৯৯৯ ভোট) ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইমরুল হক মেনন (২২৮৯ ভোট)। ঐক্য পরিষদ থেকে বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. ছাবেদুর রহমান (১৯৩৩ ভোট), সহ-সভাপতি মো. আজিজুল হক চৌধুরী (১৮৯৮ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ কবির হোসাইন (১৫৬১ ভোট), পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর সানজিক (১৬৪১ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে রুনা কাসেম (১৯৪৫ ভোট)।
নির্বাহী সদস্যপদে ঐক্য পরিষদের প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন এএসএম রিদুয়ানুল করিম, মো. মেজবাহ উদ্দিন , মো. মনজুর হোসেন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, শেখ তাপসী তহুরা ও তানজিন আক্তার সানি । সমন্বয় পরিষদের সদস্য প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন মো. রবিউল আলম, মুহাম্মদ শফিউল আজম বাবর ও নাসরিন আক্তার চৌধুরী।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবার সমিতির মোট ভোটার ছিল সাড়ে ৪ হাজারের বেশি।