লালমনিরহাটে ৭০০ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট :  লালমনিরহাটে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম মাঠে ৭০০ জন কর্মহীন ও দরিদ্র শ্রমিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহারে প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর , অতিরিক্ত জেলা প্রশাসক টিএম রাহসিন কবীর, মোঃ রফিকুল হক প্রধান এডিসি জেনারেল, টি এম এ মমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট জি আর সওয়ার, অ্যাড সফুরা বেগম রুমি সদস্য কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, লালমনিরহাট পৌরসভার মেয়োর রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, অ্যাড বাদল আশরাফ সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা, সাংবাদিক শফিকুল ইসলাম কানুসহ শ্রমিক নেতারা প্রমুখ।

করোনা-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবে লালমনিরহাট সদর উপজেলার বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র শ্রমিক ও সাধারণ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার চলমান থাকবে এবং লালমনিরহাট জেলার কর্মহীন সাধারণ মানুষ ও শ্রমিক কেউ না খেয়ে থাকবে না এই বলে তাদেরকে আশ্বস্ত করেন ও মাননীয় প্রধান মন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পিতাকে খুন করে ৯৯৯ ফোন,কন্যার নিজের আত্নসমর্পণ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক মেয়ে নিজে ৯৯৯ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৮মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকায় আ: কাদেরের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ […]

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান, সংহতি শিক্ষকদের

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ৷ এছাড়াও আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেন৷ পদত্যাগের দাবি মেনে নেওয়া না হলে […]