ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ৫৩ নাবিকই মারা গেছেন

Share the post

সাগরের তলদেশে ইন্দোনেশীয় নৌবাহিনীর নিখোঁজ ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জাহাজটিতে থাকা ৫৩ নাবিক নিহত হয়েছেন।রোববার (২৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার সামরিক কমান্ডার এয়ার চিফ মার্শাল হাদি তাজেহজান্তো এমন তথ্য দিয়েছেন।-খবর সিএনএন ও এপির এর আগে বালি প্রণালীতে সর্বশেষ কেআরআই নাগালা-৪০২ সাবমেরিনটি যেখানে ছিল, সেখান থেকে দুই মাইল দূরে ধ্বংসাবশেষ ভাসতে থাকার খবর দেওয়া হয়েছে।

প্রতিফলিত শব্দতরঙ্গের মাধ্যমে ওই এলাকায় অনুসন্ধান চালায় দেশটির রিজেল যুদ্ধজাহাজ। হাদি তাজেহজান্তো বলেন, পানির নিচের পরিষ্কার দৃশ্যচিত্র পেতে সিঙ্গাপুরের এমভি সুইফট রেসকিউ জাহাজ থেকে একটি রিমোট অপারেটেড ভিহিকল (আরওভি) পাঠানো হয়েছে।নাগালা ডুবোজাহাজের বিভিন্ন অংশ আমরা পেয়েছি। যার মধ্যে নোঙ্গর, নৌযানটির বাহ্যিক অংশ ও স্টিয়ারিংও রয়েছে।’

ইন্দোনেশীয় বিমান বাহিনীর প্রধান বলেন, ‘এসব প্রমাণের ওপর ভিত্তি করে আমি ঘোষণা দিচ্ছি, নাগালা ডুবোজাহাজটি ডুবে গেছে এবং এটির সব ক্রু মারা গেছেন।’

দেশটির নৌবাহিনীর প্রধান এডমিরাল ইডো মারগোনো বলেন, সাড়ে ৮০০ মিটার পানির গভীরে সাবমেরিনটি পাওয়া গেছে। এটি তিনভাগে ভাগ হয়ে গেছে।

তিনি বলেন, অনুসন্ধানী দল যেসব বস্তু পেয়েছেন, তার মধ্যে জরুরি অবস্থায় ব্যবহার করা ‘নিমজ্জন পোশাক’ রয়েছে।

এগুলো সাধারণত জাহাজের ভেতরে বাক্সে থাকে। কিন্তু যখন এগুলো আমার বাইরে পেয়েছি, তখন আমাদের মনে হয়েছে— ক্রুরা এসব পোশাক পরতে যাচ্ছিলেন, কিন্তু সেই সুযোগ তারা আর পাননি।

জাহাজটি ডুবে যাওয়ার ক্ষেত্রে কোনো মানবিক ভুল ছিল না বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ফের রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ঝটিকা মিছিল

Share the post

Share the postরাজধানী রাস্তায় ব্যাটারি/মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দাবিতে কাকরাইল সড়ক অবরোধ করে ঝটিকা মিছিল করেছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাকরাইল মোড়ে এমন চিত্র দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে রমনা থানা পুলিশ পৌঁছানোর আগেই সরে যান রিকশা চালকরা।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, রাজধানীর সড়কে ব্যাটারি/মোটরচালিত রিকশা […]

মান্দার জয় বাংলা বাজারে দোকানঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার জয় বাংলা বাজারারে ১০ বছরের দখলকৃত কীটনাশক দোকানঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষ দোষীরা জানান, প্রকাশ্যে দিবালোকে কীটনাশক দোকান ঘর ভাংচুর করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটের করে নিয়ে যায় বলে জানা। এ ঘটনায় মান্দা থানায় […]