সভাপতি–সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ের আভাস

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন
চট্টগ্রাম: রাত পোহালেই জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সোমবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতির মিলনায়তনে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে। প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত সময় কাটিয়েছেন ভোটারদের মন জয় করতে।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, চার হাজার ৫০৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে এবার আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযুদ্ধের সপক্ষের দুর্নীতিবিরোধী রাজনৈতিক প্রভাবমুক্ত সংগঠন সমমনা ও বিএনপি-জামায়াত–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দুইজন। সমিতির ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন প্রার্থী।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াই হতে পারে। তাছাড়া অন্যান্য পদগুলোতে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এবার সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। আবার অনেক প্রার্থী জোটের পরিচয়ের বাইরে নিজের ভাবমূর্তি ও সততার কারণেও এগিয়ে রয়েছেন। সে কারণে ভোটাররা নিজেদের পছন্দের জোটের বাইরে অন্য জোটের প্রার্থীদের পক্ষেও রায় দিতে পারেন।
এবারের নির্বাচনে সমন্বয় প্রার্থীদের মধ্যে সভাপতি সৈয়দ মোক্তার আহমদ, সিনিয়র সহ-সভাপতি তুষার কান্তি, সহসভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহসাধারণ-সম্পাদক মোহাম্মদ আবদুল, অর্থ সম্পাদক মঈনুল আলম, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক তানজিলা মান্নান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমরুল হক। নির্বাহী সদস্য মুহাম্মদ শফিউল আলম, রহিম উদ্দীন, রবিউল আলম, সঞ্জীব কুমার, স্বপ্না রানী, শোয়াইব-উর-রশিদ, মোমেনুর রহমান, রূপম রায়, নাসরিন আক্তার ও খায়রুন নেছা।
বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি ছাবেদুর রহমান, সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, সহ-সাধারণ সম্পাদক কবির হোসাইন, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, পাঠাগার সম্পাদক আলী আকবর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনা কাশেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহাদাত হোসেন। নির্বাহী সম্পাদক পদে এএসএম রিদওয়ানুল করিম, জাহাঙ্গীর আলম, মেজবাহ উদ্দিন, মনজুর হোসেন, আমিন আহমেদ, নাজমুল ইসলাম, তাপসী তহুর, ওমর ফারুক, আবদুল সবুর ও তানজিন আক্তার।
সমমনা সমর্থিত প্রার্থীরা হলেন, সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুখ ও সাধারণ সম্পাদক তৌহিদুল মুনির চৌধুরী টিপু। সাধারণ সম্পাদক পদে আবুল হাসান ও পাঠাগার সম্পাদক পদে হাবিব উল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা জানান, নির্বাচন নিয়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি যাতে সব প্রার্থী মেনে চলেন সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯টিতে আওয়ামী লীগ সমর্থিত এবং সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হয়। এ ছাড়া পাঠাগার সম্পাদক পদে ভাস্কর রায় চৌধুরী সমমনা আইনজীবী সংসদের প্যানেল থেকে জয়লাভ করেন।