জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারী সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

Share the post

মোঃ মাইনুল হক,বিশেষ প্রতিনিধি : ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’ এই স্লোগানকে সামনে রেখে ০৬ ই মার্চ শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুরের বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই ম্যারাথনের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, উপজেলা সমবায় অফিসার মশিউর রহমান, সৈয়দপুর পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হওয়া ৫ কিলোমিটারের ম্যারাথন দৌড়টি শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে পার্বতীপুর রোড দিয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। দুই ঘন্টাব্যাপী চলা ম্যারাথন শেষে সেরা ২০ দৌড়বিদকে নির্বাচিত করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ০৭ ই মার্চের অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে। প্রসঙ্গক্রমে, মুজববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ১০ ই জানুয়ারি হতে দেশেবিদেশে আয়োজন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১। এতে ফুল, হাফ ও ডিজিটাল ম্যারাথন এই তিনটি ক্যাটাগরিতে অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে ১০ লাখ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এরই মধ্যে ঢাকা ম্যারাথনকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এখন থেকে প্রত্যেকবছর ১০ ই জানুয়ারি থেকে ০৭ ই মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]

চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

Share the post

Share the postইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে মাঝাটোলা গ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। কোরআন […]