প্রেমের ফাঁদ পেতে প্রতারণা, ৫ নারীসহ গ্রেপ্তার ১১
রংপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৫ নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুরের মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল, তিনটি ব্যাংক এটিএম কার্ডসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। কখনো প্রেমের ফাঁদে ফেলে আবার কখনো নগরীর বাইরে থেকে আসা লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত দুইটি মামলা দায়ের করা হয়েছে।