প্রেমিকার ওপর রাগ করে নিজের বুকে গুলি করেন পুলিশ কনস্টেবল

Share the post
তপু দেবনাথ
তপু দেবনাথ

সিলেট: প্রেমিকার সঙ্গে মোবাইলে কথা বলার সময় নিজের বন্দুক দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তপু দেবনাথ নামে এক পুলিশ সদস্য।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্বনাথ থানা কম্পাউন্ডের ছাদে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল তপু দেবনাথ বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত তপু দেবনাথ মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাশিনগর গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় ডিউটি চলাকালীন সময়ে নিজ রাইফেল নিয়ে ছাদের উপর যান তপু। সেখানে মোবাইলে কথা বলার এক ফাঁকে নিজের রাইফেল দিয়ে বুকে গুলি চালান। গুলির শব্দ শুনে পুলিশ সদস্যরা ছাদের উপর গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার জরুরি অস্ত্রোপচার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাংলানিউজকে বলেন, প্রেমের সম্পর্কের জের ধরে ওই পুলিশ সদস্য নিজ রাইফেল দিয়ে বুকে গুলি চালায়। তিনি যে মেয়ের সঙ্গে কথা বলছিলেন মেয়েটিকে তার পরিবার মেনে নিচ্ছিল না বলে জানা গেছে। এ কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তার অবস্থা আশঙ্কাজনক। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে।

এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ সুপার ফরিদ উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, আহত পুলিশ সদস্যের বুকের বা পাশে গুলি লেগেছে। গুলিটি ফুসফুস ভেদ করে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে অস্ত্রোপচার করে রক্ত বন্ধ করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে জরুরিভাবে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম–লোগো

Share the post

Share the postপুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, […]

কোটার মামলা : হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন শুনানি কাল

Share the post

Share the postসরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।এর আগে সকালে আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল […]