গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

মো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন।

জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে—

ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল

রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল

ইত্তেসাম পারভেজ, সাবেক আহ্বায়ক, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল

সাহারাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল

উপজেলা বিএনপি ও ছাত্রদলের সিনিয়র নেতারা অভিযোগ করেছেন, মহিলা দল নেত্রী তাসলিমা আক্তার দীর্ঘদিন ধরে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন ও বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করে আসছেন।

এদিকে স্থানীয়রা জানান, তাসলিমার ছেলে রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আচরণে জড়িয়ে পড়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এছাড়া একসময় আওয়ামী লীগে যোগ দেওয়া সানাউল মৃধা সম্প্রতি আবার বিএনপি পরিচয় ব্যবহার করে সাবেক আহ্বায়ক পারভেজকে প্রকাশ্যে “হাত কেটে ফেলব” বলে হুমকি দেন, যা নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে।

সিনিয়র নেতারা Channel 21 tv বাংলাকে জানান, “আমরা তাসলিমাকে মীমাংসার আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তিনি উল্টো মিথ্যা ছিনতাই মামলা দায়ের করে পরিস্থিতি জটিল করেছেন।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার বিরোধী রাজনৈতিক অঙ্গনে বিভাজন ও অনিশ্চয়তা আরও গভীর হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]