

আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় : বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদকমুক্ত ক্যাম্পাস, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলে ফুটবল বিতরণ করেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা মোঃ ওয়াহিদুজ্জামানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল লক্ষ্য—
মাদকমুক্ত ক্যাম্পাস গঠন,
শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি,
সম্ভাবনাময় ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান।
ছাত্রনেতা মোঃ ওয়াহিদুজ্জামান বলেন—
“ক্রীড়াচর্চা কেবল বিনোদন নয়, এটি শিক্ষারই একটি অংশ। খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, বরিশাল বিশ্ববিদ্যালয় হোক মাদকমুক্ত, সুস্থ ও প্রাণবন্ত একটি ক্যাম্পাস।”
শিক্ষার্থীরা এই উদ্যোগকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে সুস্থ, সচেতন ও উৎসাহী শিক্ষার্থী সমাজ গঠনে সহায়ক হবে।