

মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে রোববার (২২ জুন) বিকেল ৪টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল, অন্যান্য সদস্য ও শিক্ষানবিশ সদস্যরা।
পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল বলেন, “পাবিপ্রবি প্রেসক্লাব দেশের গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উপস্থাপনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে থাকে। তারই অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের মানুষ বনায়নে উদ্বুদ্ধ হোক।”
সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল বলেন, “গাছ লাগিয়ে আমরা অনেক আনন্দিত। যদি সবাই এভাবে গাছ রোপণ করে, তাহলে দেশের আবহাওয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ুক এবং সবাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক।”