সবুজ ক্যাম্পাস গড়তে পাবিপ্রবি প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

Share the post
মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে রোববার (২২ জুন) বিকেল ৪টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল, অন্যান্য সদস্য ও শিক্ষানবিশ সদস্যরা।
পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল বলেন, “পাবিপ্রবি প্রেসক্লাব দেশের গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উপস্থাপনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে থাকে। তারই অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের মানুষ বনায়নে উদ্বুদ্ধ হোক।”
সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল বলেন, “গাছ লাগিয়ে আমরা অনেক আনন্দিত। যদি সবাই এভাবে গাছ রোপণ করে, তাহলে দেশের আবহাওয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বাড়ুক এবং সবাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পাবিপ্রবিতে ৪ শতাধিক শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রদল

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখা ছাত্রদল। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পাবনার রত্নদ্বীপ রিসোর্টে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের […]

‎পাবিপ্রবির চাপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে ইমরান ও রাশিদুল।

Share the post

Share the post মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির যাত্রা শুরু করেছে “চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি”। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এ সমিতির নতুন কমিটি প্রদান করা হয়েছে। ‎সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনাসভা […]