বরগুনা বিবিচিনি শাহী মসজিদে বাড়ছে পর্যটকদেন আনাগোনা।

Share the post
মোঃ নাজমুল হাসান (অপু), বরগুনা জেলা প্রতিনিধি :বরগুনার বেতাগীতে প্রায় পাঁচশত বছর পুরনো একটি নান্দনিক মসজিদের নাম বিবিসিনি শাহী মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদের স্থাপত্যরীতিতে মোগল ভাবধারার ছাপ মূর্ত হয়ে উঠেছে।উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে জনপ্রিয় এই মসজিদটি স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে। দেশের দূরদূরান্ত থেকে এই মসজিদ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
স্থানীয়রা জানায়, দিল্লিতে আসার চার বছরের মাথায় শাহ্ সুজার আগ্রহে কয়েকজন শিষ্য সমর্থ নিয়ে শাহ্ নেয়ামত উল্লাহ্ অবস্থান করে বিবিচিনি গ্রামে। শাহ সুজার প্রচেষ্টা ও অনুরোধে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন শাহ্ নেয়ামত উল্লাহ্। তার মেয়ের নাম ছিলো চিনিবিবি। তার নামের সাথে মিল রেখে এ গ্রামের নামকরণ করা হয় বিবিচিনি।
সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় ৫০ ফুট উচ্চতায় একটি টিলার উপর শাহী মসজিদের অবস্থান। মসজিদের দৈর্ঘ্য-প্রস্থ ৪০ ফুট করে। চারপাশের দেয়াল ছয় ফুট আট ইঞ্চি চওড়া। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে অন্যতম প্রবেশ পথ। বর্তমান তৈরি ইটের তুলনায় শাহী মসজিদের ইটের রয়েছে বিরল তফাৎ।
জানা যায়, ষোলশ শতক পূর্বে পারস্য থেকে দিল্লিতে আসে মুসলিম ধর্মের অন্যতম নেতা শাহ্ নেয়ামত উল্লাহ। সম্রাট শাহ জাহানের ছেলে বঙ্গ দেশের সুবাদার শাহ্ সুজার ওই মুসলিম নেতার সঙ্গী হন। দিল্লি থেকে বেতাগীতে এসে তারা অবস্থান করে। মেয়ের নামের সাথে মিল রেখে স্থানের নাম নির্ধারণ করে বিবিচিনি। ঐতিহ্যবাহী মসজিদ দেখতে পর্যটকদের আনাগোনায় বিবিচিনি শাহী মসজিদ নামে এটি পরিচিতি লাভ করেন। বর্তমানে স্থানীয় ও পর্যটকদের মন কেড়ে নিয়েছে বিবিচিনি শাহী মসজিদের ঐতিহ্যবাহী সৌন্দর্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালতলী একাডেমিক সুপারভাইজার ছুটির নামে করছে  ফাঁকিবাজী।

Share the post

Share the postমোঃনাজমুল হাসান (অপু),বরগুনা জেলা প্রতিনিধি :কর্মস্থল ফাঁকি দেওয়া নেশা ও পেশায় পরিনত হয়েছে উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুর। আপন ঠিকানা পটুয়াখালীর গলাচিপায় বসে বরগুনার তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সকল দায়িত্ব পালন করেন তিনি। কর্মস্থলে না থাকলেও হাজিরা খাতায় তাহার নিয়মিত স্বাক্ষরের ঘটনা বিরল। জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করা যেন তার […]

তালতলী আন্ধারমানিক নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, রহস্য বেড়েই চলেছে

Share the post

Share the postমোঃনাজমুল হাসান (অপু), বরগুনা জেলা প্রতিনিধি:  বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদী থেকে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, নদীর তীরে ভেসে আসা এই মরদেহের অবস্থা ছিল অত্যন্ত রহস্যময় এবং উদ্বেগজনক। স্থানীয় জেলেরা জানান, তারা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছিলেন। হঠাৎ নদীর তীরে এক […]