ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা সদরের মার্টিন চায়নিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শামীম আহমেদ শুভ—এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান জামিল—এর সঞ্চালনায় পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হয়ে মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাটা পাথ লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ সাবেক শিক্ষার্থী এহসানুল হক, দিনাজপুর গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের প্রধান ইমাম ও কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উথরাইল সিদ্দিকীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী আরমানুল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী রায়হান কবির। দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় আলোচক হারুন অর রশীদ।
সাবেক শিক্ষার্থীরা বলেন,”এই পুনর্মিলনী অব্যাহত থাকুক,ছোট পরিসরে এই আয়োজন সামনে যেনো আরও বড় পরিসরে হয় আমরা সকলেই চেষ্টা করবো।আজকেই এই সুন্দর আয়োজনে সকলের সাথে একত্রিত হতে পেরে আনন্দিত অনেক। এই আয়োজন গুলো সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে বেশ ভূমিকা পালন করে।”
সংগঠনটির সভাপতি শামীম আহমেদ শুভ বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এই আয়োজন আমাদের একতা ও ভবিষ্যতের সমন্বিত কর্মপ্রচেষ্টার ভিতকে মজবুত করবে বলে আমি আশাবাদী। অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা, সময় ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]

সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the post ইবি প্রতিনিধি:গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যার ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত গভীরেও থেমে থাকেনি শিক্ষার্থীদের ক্ষোভের আগুন। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে […]