রাবির সি ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত; উপস্থিতি ৮৮ শতাংশ 

Share the post
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) সি ইউনিটের অর্থাৎ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুই শিফটে, বেলা ১১টা থেকে ১২টা ও দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ সি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ জন। প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬১৯ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৬৫৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৭৬৭ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১৪৩ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.২৮।
পরীক্ষার দ্বিতীয় শিফটে ৫০ হাজার ৭১০ জনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ১২ হাজার ৬১৯ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১ হাজার ৫৮২ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২১ হাজার ৬৫৮ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৬৮ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৬ হাজার ৭৬৬ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৪৩১ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৪ হাজার ১৪২ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১৮৭ জন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২ হাজার ৯২৩ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৪ জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.১১।
জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রুয়েটে দলীয় মঞ্চ নিয়ে শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতাদের বাকবিতন্ডা

Share the post

Share the postরাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (রুয়েট) প্রধান ফটকের সামনে রাজশাহী মহানগর বিএনপির কর্মী সম্মেলনের মঞ্চ করায় রুয়েট শিক্ষার্থীদের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে রুয়েট গেটের […]

রাবিতে একই খাতের নামে একাধিকবার অর্থ আদায়; উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান 

Share the post

Share the postরাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত, ইয়ার এডমিশনের অর্থের পরিমাণ কমিয়ে আনা ও অনাবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবারের ব্যবস্থার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক রাবি চ্যাপ্টার। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা লিখেছেন, “আমরা লক্ষ্য করেছি, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন […]