এবার একদিনে ২ বাসে ছিনতাই এর ঘটনা

Share the post
মাহমুদুল ইসলাম সাগর, সাভার (জেলা প্রতিনিধি):সাভারে গত দুই মাসে ৪র্থ বারের  মতো একদিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনায় আনুমানিক  ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে যাত্রীদের পক্ষ থেকে জানানো হয়।  তবে এ ঘটনায় থানায় অভিযোগ না দেওয়ায় লুটের মালামালের হিসাব জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনার পর মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে। দিনের বেলায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছেন অনেকে। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার আহবান জানিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সিএন্ডবি এলাকায় চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় জাবি শিক্ষার্থীরা ডাকাতদের কবলে পড়ে। রাজধানী বাসে  হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠে। তিনজনের কাছেই ধারালো অস্ত্র  ছিল। একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল।পিছনে একজন মহিলার গলার চেন কেড়ে নেয় এবং একজনের পকেট থেকে প্রায় ২০ হাজার টাকা নেয়।
তিনি বলেন, আমরা কিভাবে যাতায়াত করব? আমাদের তো দিনের বেলায়ও কোথাও যাওয়া নিরাপদ নয়।
ছাত্ররা জানান,  মহাসড়কের সিএন্ডবিতে রাজধানী পরিবহণে তিন ডাকাত উঠে ধারালো ছুরির ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণলংকার লুটে নিয়ে যায়
অন্যদিকে  সাভার এর ব্যাংক টাউন এলাকায় ছিনতাই হওয়া  বাসের যাত্রীরা জানায়, শুক্রবার প্রায় ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহণ নামের একটি চলন্ত যাত্রীবাহী বাসে কয়েকজন ডাকাত ধারালো ছুরি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বত্র কেড়ে নিয়ে যায়।
তিনি বলেন, যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে ডাকাতি সময় যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা,  স্বর্ণালংকার সহ কয়েক লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।
বাস যাত্রীদের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের উপরে সাভার পরিবহণের যাত্রীবাহী বাস  ডাকাতদের কবলে পড়ে। লুটের পর ডাকাতরা বাসের নাম্বার প্লেটটি খুলে মহাসড়কে পাশের দিকে ফেলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী গণমাধ্যম কর্মী  তায়েফুর রহমান জানান, আমি সাভার পরিবহণের একটি বাসে করে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। বাসটি ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে থামানো হলে তিনজন যুবক গাড়িতে ওঠে। পরে গাড়িটি ব্যাংক টাউন ব্রিজের উপর পৌঁছলে মহিলা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা মোবাইল,চেইন,কানের দুলসহ স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেমে যায়।
তিনি বলেন, ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলায় থাকা লক্ষাধিক টাকা মূল্যের লকেটসহ এক ভরি ওজনের সোনার চেইন নিয়ে গেছে। এ সময় অন্য নারী যাত্রীদের কাছ থেকে একইভাবে নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।  ছিনতাইয়ের পর বাসটি রাজধানীর কল্যাণপুরে গিয়ে বাস ফেলে রেখে যায়। বাসের চালক ও সহকারি কে আইনের আওতায় আনা হলে ছিনতাই কারীদের তথ্য পাওয়া যেতে পারে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা বলেন, আমাদের  টহল টিম রয়েছে সার্বক্ষণিক নজর রাখছে। ঘটনার সময়ও গেন্ডা এলাকায় আমাদের সদস্যরা কাজ করছিলো।
তিনি বলেন, তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব ঘটনা রুখতে কয়েকটি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সিভিল পোশাকে ডিবি পুলিশকে মোতায়েন করা হচ্ছে।
সাভার সার্কেল এস পি শাহীনুর কবির জানান, পূর্ববর্তী দুটি বাসের যাত্রীদের ছিনতাই ঘটনায় ৫জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে আজকের দুটি ঘটনায় কোনো অভিযোগ  পাওয়া যায় নি। আমরা জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা 

Share the post

Share the postমো: শাকিল শেখ  সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা জানিয়েছেন কলেজ ছাত্রদল। রবিবার (১০ আগস্ট) দুপুরে ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দদের উদ্যোগে অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর মো.জিয়াউল হক ছাত্রদল নেতা ফাহাদ হোসেন বলেন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে […]

ধামরাই সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ইফতেকার আলীকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ফুলের সংবর্ধনা

Share the post

Share the post মো: শাকিল শেখ সাভার (ঢাকা):ধামরাই সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ  অধ্যাপক মো.ইফতেকার আলীকে ফুলের সংবর্ধনা দিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনকালে তাকে এ ফুলের সংবর্ধনা জানানো হয়। এসময় নবনিযুক্ত অধ্যক্ষ মো.ইফতেকার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এই বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে […]