নেত্রকোনায় ১২ ঘন্টার ব্যবধানে নারীসহ দুজনের মৃতদেহ উদ্ধার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় পৃথক পৃথক স্থান থেকে ১২ ঘন্টার ব্যবধানের দুজন বৃদ্ধ ও বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ দুজনের দেহে আঘাত ও রক্তের চিহ্ন পাওয়া যাওয়ার তথ্য স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার (২২ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে তারা মিয়া (৬৯) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। আগেরদিন ইফতারের পরে নেত্রকোণা পৌরশহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগম (৬৩) নামে আরেকজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তারা মিয়া কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন। গত শুক্রবার বিকালে মালামাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বাঁশাটি বাজারে যান বৃদ্ধ তারা মিয়া। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। স্বজনরা সারা রাত খোঁজাখুজি করেন। পরেরদিন সকালের দিকে সাঁতারখালি খালপাড়ে বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত বৃদ্ধের পরিবার ও স্বজনরা জানান, এলাকায় তারা মিয়ার সাথে কারো শত্রুতা ছিল না। কে বা কাহারা তাকে হত্যা করেছে ধারণা করতে পারছে না নিহতের পরিবার। মৃতদেহের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন দেখতে পেয়েছেন নিহত তারার মিয়ার পরিবারের লোকজন। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশের পাশাপাশি পিবিআই ঘটনা তদন্ত করেছে।
অন্যদিকে শুক্রবার ইফতারের পরে নেত্রকোণা পৌরশহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগমের (৬৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা মাজেদা বেগমের মেয়ে ফরিয়া সুলতানা ইতি তার স্বামীর কর্মস্থল ময়মনসিংহের ভালুকা মাস্টার বাড়ি এলাকায় থাকেন। নিহতের স্বামী ও ছেলে সন্তান না থাকায় বাসায় একাই থাকতেন নিহত বৃদ্ধা। বৃদ্ধার মেয়ের জামাই মো. আশরাফ আলী জানান, মৃতদেহের নাকে রক্ত ও গলায় গামছা প্যাঁচানো পেঁচানো ছিল। তার শাশুড়ির কানের স্বর্ণের গহনা দু্ইটি নেই। স্বর্ণের গহনা নিতে দুর্বৃত্তরা হত্যা করেছে ধারণা করছেন তিনি। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নিহত বৃদ্ধার পরিবারের সদস্যরা দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। (শনিবার) বৃদ্ধার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে নেত্রকোনা জেলায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁদপুরের কচুয়ায় পিক-আপ ভ্যানের চাপায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিহত,আহত -১

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায়  পিক-আপ ভ্যানের চাপায় প্রাণ গেল মো. রাফি নামে (১১) এক ৫ম শ্রেণীর শিক্ষার্থীর ।  শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার টু মেঘদাইর সড়কের ইয়াকুব মিজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় তাওহীদুল নামে আরেক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য […]

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে ইরফান ও মোর্সালিন।

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখা। ‎ ‎শনিবার (২২ মার্চ) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেইজে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা দেয়া হয়। […]