★ফার্মগেটে মাফিয়া পাপিয়ার অপকর্মের আরেক আস্তানার সন্ধান!

Share the post

নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ওরফে পিউয়ের আরেকটি পাপের আস্তানার সন্ধান মিলেছে। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বাসায় নিয়মিত আনন্দ-ফুর্তির আসর বসাতেন পাপিয়া। সেখানে সুন্দরী তরুণী মেয়ে ও ভিআইপিরা আসতেন বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পাপিয়া। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর পাপিয়া নিজেই এ তথ্য দেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার বিভিন্ন পাঁচতারকা হোটেলের বাইরেও নিজের ফার্মগেটের ইন্দিরা রোডের ২৮ নম্বর বাড়িতে আমোদ-ফুর্তির আসর বসাতেন র‌্যাবের হাতে গ্রেপ্তার পাপিয়া। ভিআইপি কাস্টমার ওই বাসায় নিয়মিত আসতেন। তিন বছর যাবত বাসাটিতে থাকছেন পাপিয়া। কিন্তু মাসে ৬ থেকে ৭ দিনের বেশি বাসাটিতে থাকতেন না তিনি। প্রতিবেশী ও কেয়াটেকাররা এই তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে এক কেয়ারটেকার জানান, প্রায়ই রাত ১২ থেকে ১টার দিকে সাত থেকে আট জন মেয়ে নিয়ে বাসায় আসতেন পাপিয়া ম্যাডাম। তিনি যেদিন রাতে আসতেন তার পরের দিন দুপুরে চলে যেতেন। মাঝে মধ্যে তার সঙ্গে বড় বড় সাহেবরাও আসতেন। তবে তারা খুব বেশি সময় থাকতেন না। ঘণ্টা দুয়েক থেকে চলে যেতেন তারা। গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পৃথক তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ১৫ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে পাপিয়া তার বিভিন্ন অপকর্মের বিষয়ে অবাক করার মতো নতুন নতুন তথ্য দিচ্ছেন। এছাড়াও তাদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মশা কাদের বেশি কামড়ায়?

Share the post

Share the postগরমের দিনগুলোতে মশার উপদ্রব বেড়ে যায় আর সেই সঙ্গে বাড়ে মশার কামড়ের যন্ত্রণা। কিন্তু কখনো কি ভেবেছেন, মশা সবাইকে সমানভাবে কামড়ায় না কেন? গবেষণায় দেখা গেছে, মশা বিশেষ কিছু রক্তের গ্রুপের প্রতি বেশি আকৃষ্ট। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ মিলেছে যে, ‘O’ গ্রুপের রক্তধারীরা মশার বিশেষ শিকার। জাপানের একটি গবেষণা অনুসারে, O গ্রুপের রক্তধারীদের মশার কামড়ের […]

ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় এতিম কিশোরকে পেটালেন শিক্ষক

Share the post

Share the postহাসপাতালের মেঝেতে ব্যথা আর যন্ত্রণায় কাতরাচ্ছে এতিমখানার কিশোর সাগর হোসেন (১৬)। লাঠির অসংখ্য আঘাতে দগদগে ক্ষতচিহ্ন তার শরীরে। শরীরের প্রতিটি অংশের এই ক্ষত দেখে নিজেকে সামলাতে পারছেন না তার মা। ছেলের ওপর নির্যাতনের ক্ষতগুলোতে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। আর অঝোরে কাঁদছেন।  ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানার শিক্ষার্থী সাগর হোসেনকে নির্যাতনের পর হাসপাতালে […]