৩০% কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি 

 

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে চাঁদপুর পলিটেকনিকাল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে কচুয়া পৌরসভার বিশ্বরোড কচুয়া-চাদপুর-ঢাকা প্রধান সড়কগুলোয় অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল শেষে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় কচুয়া-চাদপুর-ঢাকা সড়ক অবরোধ

২ ঘন্টা সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

‌পরে কচুয়া উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর নিকট জমা দেন তারা।

 

পলিটেকনিক শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, পিএসসির অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। সেটি নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্ট শুনানী চলে। সম্প্রতি এই এতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ৩০ শতাংশ ক্রাফট পদে নিয়োগ নিয়োগে আইন পাশ হয়। কারণ ক্রাফট পদে ননটেক বা সাধারণ শিক্ষা থেকে নিয়োগ পান প্রার্থীরা। কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা চান তাদের ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা প্রকৌশলীরা আসুক।কিন্তু তাদের দাবি না মানায় আজ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় চাঁদপুর পলিটেকনিকের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন।

 

শিক্ষার্থীরা প্রথমে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ফটকে জমায়েত হন। এ সময় তারা কচুয়া-চাদপুর-ঢাকা সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা কচুয়া উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ে যান। সেখানে তারা দাবি-দাওয়া সম্বলিত স্মারক লিপি পেশ করেন।

 

শিক্ষার্থীদের দাবিসমূহ হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক “ডিপ্লোমা প্রকৌশল” ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁদপুরের কচুয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র‍্যালি ও সমাবেশ

Share the post

Share the postআহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি    চাঁদপুরের কচুয়ায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গনপ্রতিরোধ ও সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামলুক র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে কচুয়া হাজীগঞ্জ গৌরিপুর সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় সমাবেশে মিলিত হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা […]

কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

Share the post

Share the postআহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি   কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া মিলাদ এবং সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।    ১৬ মার্চ রবিবার কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স মাঠে  ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া […]