২০০ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সৌরভ ঘোষ।
সজীব আনোয়ার ইভানঃ করোনার প্রাদুর্ভাব যেভাবে দিন দিন বৃদ্ধি পাড়ছে, ঠিক তেমনি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে গত ১৪ই এপ্রিল নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে এসে দাড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সৌরভ ঘোষ। এই ছাত্রলীগ নেতার উদ্দ্যোগে চালু করা হয় মোবাইল কলের মাধ্যমে পরিচয় গোপন রেখে নিম্ন-মধ্যবিত্তদের খাদ্য সহায়তা। সেই মাধ্যমে প্রায় ২০০ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে ‘খাদ্যদ্রব্য ’ পৌছে দেয় ছাত্রলীগ। এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সৌরভ ঘোষ বলেন, ‘আমরা গত ২৫ শে মার্চ হতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মেনে সাধারণ জনগণের জন্য নানা ধরনের ব্যতিক্রমী কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি নগরীর নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য কিছুদিন আগে হটলাইন নাম্বার চালু করে দিয়েছি। সেখানে গত ২ দিনে প্রায় ২০০ এর কাছাকাছি কল পেয়েছি। আমরা সকলের পরিচয় গোপন করে ত্রান পৌঁছে দিয়েছি দূর দুরান্তে। এই কার্যক্রমে ৮নং শুলোকবহর ওয়ার্ড যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাদশা সোলাইমান, ছাত্রলীগ নেতা আরাফাত রহমান,জুবায়ের হোসেন প্রত্যয়,ফাহিমুল ইসলাম ফাহিম,সাফায়েত আলম,ফাহাদ,আকিব,আরশেদ সানির,তানজিল মাহি,সাফাত কায়সার,উম্মেস বড়ুয়া, অর্নব গোস্বামী সহ অনেকে আমাকে শারীরিক ও আর্থিক ভাবে সহায়তা করেছে।