১৪৪ ধারার সময়সীমা বাড়ল নবীগঞ্জে থমথমে পরিস্থিতি অব্যাহত
স্বপন রবি দাশ,(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারার সময়সীমা একদিন বাড়িয়েছে উপজেলা প্রশাসন। এখন এটি আগামীকাল বুধবার (৯ জুলাই) রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
১৪৪ ধারা চলাকালীন সময়ে সব ধরনের গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, লাঠিসোটা বহন নিষিদ্ধ থাকবে। একসঙ্গে পাঁচজন বা ততোধিক লোকের চলাফেরা কিংবা জমায়েতও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এর আগে, সোমবার (৭ জুলাই) বিকেল ৪টা থেকে মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, সোমবার বিকেলে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে নবীগঞ্জের তিমিরপুর ও আনমনু গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষ নবীগঞ্জ পৌরসভার বাইরের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে।
১৪৪ ধারা জারির পরও সংঘর্ষ থামেনি। রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে, এতে বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়, এমনকি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষে ফারুক মিয়া নামে এক যুবক নিহত হন এবং আহত হন শতাধিক মানুষ।
সংঘর্ষের পরদিন মঙ্গলবারও নবীগঞ্জ শহরে টানটান উত্তেজনা বিরাজ করে। নিরাপত্তা উদ্বেগে অধিকাংশ দোকানপাট খোলা হয়নি। শহরের প্রধান সড়কগুলোতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী টহল দিতে দেখা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।