১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কীর্তনখোলার পাড়ে সবুজে ঘেরা মনমুগ্ধকর ক্যাম্পাস—দক্ষিণবঙ্গের উচ্চশিক্ষার বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১ হাজার।
কিন্তু ১৪ বছর পেরিয়ে গেলেও কাটেনি নানা সংকট। তার মধ্যে অন্যতম হলো—কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে তীব্র আসন সংকট।
১১ হাজার শিক্ষার্থীর জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১২০টি আসন। ফলে প্রতিদিনই রিডিং রুমে জায়গা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয় বহু শিক্ষার্থীকে। কেউ কেউ আবার রিডিং রুমের বাইরে বেঞ্চে বসে পড়াশোনা করতে বাধ্য হন। আসন সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে লাইব্রেরিতে পড়তে আসা শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে, মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মো. ইখওয়ানুল ইসলাম বলেন,
“বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে আসন সংখ্যা শিক্ষার্থীর তুলনায় খুবই অপ্রতুল। তাই লাইব্রেরিতে পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। আমাদের অনেককে লাইব্রেরিতে এসে ফিরে যেতে হয় পর্যাপ্ত আসন না থাকায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, যেন অতি দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার পূর্ণতা বলেন,
“জ্ঞান অর্জনের প্রধান কেন্দ্রস্থল হলো লাইব্রেরি। আর লাইব্রেরির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো রিডিং রুম, যেখানে শিক্ষার্থীরা নীরব ও মনোযোগী পরিবেশে পড়াশোনা করতে পারে। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের রিডিং রুমে বর্তমানে মারাত্মক আসন সংকট দেখা দিয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী লাইব্রেরিতে এসে জায়গা না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। অনেক সময় আমাদের বাইরে বেঞ্চে বসে পড়তে হয়, যা খুবই অস্বস্তিকর। কেউ কেউ দাঁড়িয়ে পড়েন, যা কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত যেন রিডিং রুমে পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা হয়।”
উক্ত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মধুসূদন হালদার বলেন, ” আসন সংকটের কারণে শিক্ষার্থীদের  রিডিংরুমের বাহিরের সীটে বসে পড়তে হচ্ছে এবং জায়গা না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিষয়টা আমাদের জন্যও কষ্টদায়ক, আমাদেরকে সব কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়, আমরা ভিসি স্যারকে সমস্যা সমাধানের  প্রস্তাবনা জানিয়েছি, আমরা যেহেতু রিডিংরুমের জায়গা বাড়াতে পারছি না সেক্ষেত্রে পাশে থাকা হাসপাতাল অন্যত্র সরিয়ে সেখানে রিডিংরুম স্থাপনের প্রস্তাবনাও জানানো হয়েছে। এছাড়া রিডিংরুমে এসি বাড়ানোর প্রস্তাবনাও দেওয়া হয়েছে। “

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুগার্পুর উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। সাবেক সভাপতি মো. […]

উপজেলা থেকে গ্রাম বিচ্ছিন্ন করার প্রতিবাদে দুগার্পুর মানববন্ধন

Share the post

Share the postদুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুর উপজেলার দুটি ইউনিয়ন থেকে সাতটি গ্রাম কেটে অন্য উপজেলায় নেয়ার প্রতিবাদে সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক […]