১নং আলমপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে,মোঃ দেলোয়ার হোসেন ।
রাজু আহমেদ (নীলফামারি জেলা প্রতিনিধি): নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২০ অক্টোবর ২০২০ ইং সালে ১ং আলমপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ ঘোষণায় তারাগন্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মোঃ দেলোয়ার হোসেন চেয়ারম্যান নৌকা প্রতিক নিয়ে নিজের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণকে জানিয়ে দিতে প্রচার শুরু করেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসাবে মনোনীত করেছে।এটা আমার মার্কা না,এটি জননেত্রী শেখ হাসিনার মার্কা,তাই আমাকে সবাই নির্বাচিত করলে,এ জয় হবে জননেত্রী শেখ হাসিনার। ইতিমধ্যে পাড়া, হাট- বাজার ও চায়ের স্টলে ব্যক্ত করছেন তার প্রার্থীতার কথা।
সব মিলিয়ে ইউ-পি নির্বাচনের পালে বাতাস লেগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নড়েচড়ে বসেছেন মোঃ দেলোয়ার হোসেন । আসন্ন আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হলে,মাদক,নারী নির্যাতন,ধর্ষন ,জুয়া,জলাবদ্ধতা,রাস্তা, কালভাট সহ বিভিন্ন উন্নয়ন মুখি কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছেন।,এবং আপনাদের সকলের মহামূল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে গরীব মেহনতী মানুষের পাশে থাকার সুযোগ দিন।এবং সেই সাথে ১ং আলমপুর ইউনিয়নের অবহেলিত হাত থেকে,উন্নয়নের জন্য কাজ করতে পারি এটাই আমার আশা।