
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে ৬নং কুর্শি ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মো: দিলবাহার আহমেদ ওরফে দিলকাছ(৫৫) কে গ্রেপ্তার করেছে।
সে উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের তরিক আহমেদ পুত্র মো: দিলবাহার আহমেদ ওরফে দিলকাছ।
বৃহস্পতিবার(০৬মার্চ) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি মো: কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও এসআই সুমন মিয়া,এসআই মো: আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ ভিত্তিতে কুর্শি গ্রামে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে মো: দিলবাহার আহমেদ ওরফে দিলকাছ(৫৫) গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম। তিনি জানান,এফআইআর, জি আর, ১৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে হবিগঞ্জে প্রেরণ করা হবে।