হবিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: অলিপুর বাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে চারজন মাংস ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অসুস্থ পশু কম দামে ক্রয় করে ভোর রাতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে অস্বাস্থ্যকর পরিবেশে বাজারে মাংস বিক্রি করে আসছিলেন।
এমন অনিয়ম ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় চার ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. শিপা আক্তার। এছাড়াও অভিযানের সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাংসের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি নিয়মিত চলবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বাহুবলের পুটিজুরিতে সেনাবাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযান: ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার!

Share the post

Share the postহবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর আওতায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম (৫০) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আবুল কালাম বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জমিদার আলীর পুত্র […]

নবীগঞ্জে বাস খাদে পড়ে আহত অন্তত ২০ জন 

Share the post

Share the postস্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৮ মে) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৯২৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে প্রায় […]