

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে একটিকে সিলগালা ও দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও সদর মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার (সদর হাসপাতাল রোড) এর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়।
অপরদিকে, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার (ইপিআই ভবনের পাশে) এ বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি ও অন্যান্য অনিয়ম থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের উদ্বেগ: অভিযানের সময় উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এক সেবা গ্রহণকারী বলেন,
“দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা পরীক্ষার জন্য আসছি। আজ জানতে পারলাম, প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন নেই।আমরা প্রতারিত হচ্ছিলাম, অথচ জানতামই না।”
স্বাস্থ্য বিভাগের অবস্থান: হবিগঞ্জ জেলা সিভিল সার্জন বলেন,
“স্বাস্থ্যসেবা একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ খাত। কোনো প্রতিষ্ঠান নিয়ম না মেনে চালানো হলে তা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে আমাদের তদারকি আরও জোরদার করা হচ্ছে।”
প্রশাসনের হুঁশিয়ারি: এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন,”অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে,এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আগেও হয়েছে অভিযান জানা গেছে,হবিগঞ্জ শহরে বেশ কয়েকটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। তবে প্রশাসনের নজরদারি শিথিল হলেই এসব প্রতিষ্ঠান পুনরায় কার্যক্রম শুরু করে। এবারের অভিযান আরও কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে প্রশাসন।