হবিগঞ্জের কনস্টেবলের সংসার: ভালোবাসা থেকে নির্যাতনের গল্প

Share the post
স্বপন রবি দাশ ,হবিগঞ্জ প্রতিনিধি:একসময় ফেসবুকের ইনবক্সে শুরু হয়েছিল দু’জনের আলাপ। একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করে এগিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু সেই ভালোবাসার গল্প খুব দ্রুতই পরিণত হয় দুঃস্বপ্নে। হবিগঞ্জ জেলার বাহুবল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. মাহাফুজুর রহমান (২৮) এর সঙ্গে সংসার জীবনে প্রবেশ করা তরুণী মোছাঃ তাছমিনা আক্তার (২৩) এখন অভিযোগের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন।
‎ইনবক্স থেকে হাতিরঝিল: এক অপ্রত্যাশিত বিয়ে
‎২০২১ সালে পড়ালেখার ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, তারপর ঘনিষ্ঠতা। একসময় সম্পর্কের চাপ এমন পর্যায়ে যায় যে, ঢাকার হাতিরঝিলে আত্মীয়ের বাসায় আটকে রেখে জোরপূর্বক বিয়ে করেন কনস্টেবল মাহাফুজুর। তাছমিনার ভাষায়, “আমি তখন বুঝতেই পারিনি, এভাবে বিয়ে আমাকে কোথায় নিয়ে যাবে।”
‎যৌতুকের দাবি ও ভাঙা স্বপ্ন
‎বিয়ের পরই শুরু হয় যৌতুকের চাপ। একের পর এক দাবি—স্বর্ণালংকার, নগদ টাকা, এমনকি এনজিও থেকে ঋণ নিয়ে দেওয়া অর্থও। কিন্তু স্বপ্নের সংসার গড়ে ওঠেনি। বরং প্রতিবার যৌতুকের চাহিদা পূরণে ব্যর্থ হলে নেমে আসত নির্যাতন। তাছমিনার অভিযোগ, “যৌতুক না দিলে মারধর করত, অপমান করত। অথচ স্বামী হওয়ার পরও আমাকে কখনো তার পরিবারের কাছে জায়গা দেয়নি।”
‎নতুন বিয়ে, ভাঙা সম্পর্ক
‎যখন সংসার টিকিয়ে রাখার লড়াই করছিলেন তাছমিনা, তখনই জানতে পারেন মাহাফুজুর অন্য এক নারী পুলিশ সদস্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং পরে বিয়ে করেছেন। নিজের বিয়ে টিকিয়ে রাখার স্বপ্ন তখন আরও ভেঙে যায়। তিনি বলেন, “আমি শুধু অবহেলা পাইনি, প্রতারণার শিকারও হয়েছি।”
‎হুমকি ও অনিশ্চয়তায় দিনযাপন
‎তাছমিনা জানান, এখন তিনি ভরণপোষণ থেকেও বঞ্চিত। উপরন্তু নানা হুমকি পাচ্ছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বাধ্য হয়েই সিলেট রেঞ্জের ডিআইজি বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
‎কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
‎বাহুবল থানার দায়িত্বশীল কর্মকর্তাদের কেউই এই অভিযোগে মুখ খুলতে রাজি হননি। তবে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে জানা গেছে, অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
‎প্রশ্নবিদ্ধ এক প্রতীক
‎একজন পুলিশ সদস্য, যিনি সাধারণ মানুষের নিরাপত্তা দেবার শপথ নিয়েছেন, তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কেবল ব্যক্তিগত সম্পর্ক ভাঙনের গল্প নয়; এটি সমাজে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। মানবাধিকার কর্মীরা বলছেন, “এমন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, না হলে ভুক্তভোগীরা ন্যায়বিচারের আশা হারাবে।”
‎তাছমিনার শেষ কথা
‎সবকিছুর পরও তাছমিনা এখনো ন্যায়বিচারের প্রত্যাশী। তার কণ্ঠে কষ্ট মিশ্রিত অনুরোধ, “আমি চাই না অন্য কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস হোক। আমি শুধু ন্যায়বিচার চাই।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎মাধবপুরে ট্রাকচাপায় কারখানা শ্রমিকের মৃত্যু

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় শচিন দাস পানিকা (৩০) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার(২৭সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎নিহত শচিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ‎ ‎এ ঘটনায় […]

‎নবীগঞ্জে ছিনতাইকৃত সিএনজিসহ এক যুবক আটক

Share the post

Share the post‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর নজির সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের সিএনজি চালক ‎মৃত […]