সোনালী সন্দ্বীপ তরুণ্ প্রবাসী ঐক্য পরিষদের ইফতার সামগ্রী বিতরণ
ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি ): চলবো মোরা একসাথে জয় করবো মানবতা কে এই স্লোগানকে সামনে রেখে সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের ইফতার সামগ্রী বিতরন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সন্দ্বীপের প্র বাসীদের অর্থায়নে সন্দ্বীপের উল্লেখযোগ্য ৩টি স্থানে অসহায় ৯০ পরিবার কে ইফতার সামগ্রী বিতরন করা হয়। বিতরনের মধ্যে ছিল ১/ ভুট ৪ কেজি ২/ মুড়ি ১ কেজি ৩/ আলু ৫ কেজি ৪/তৈল ২ কেজি ৫/চিড়া ১কেজি ৬/ লবন ১ কেজি ৭/পিয়াজ ৩ কেজি ৮/ খেজুর ১ কেজি পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া মাদ্রসার প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা কাজী মুসলিম উদ্দীন শিক্ষক আব্দুর রহিম সহ সংগঠনের সদস্য গন। অবশেষ সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সব-সময় অসহয় মানুষের পাশে থাকবে বলেন জানান। ধন্যবাদ সোনালী প্রবাসী ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ কে