সোনারগাঁয়ে জনগুরুত্বপূর্ণ কালবার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

Share the post
সোনারগাঁও সংবাদদাতা ফাহাদ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে
৫ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র কালবার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ৫ গ্রামের অত্যন্ত কয়েকশত মানুষ।
আজ বুধবার (২৫ জুন ২০২৫) দুপুর ২ টায় প্রখর সূর্যের তাপ ও রাস্তার ধুলোবালি উপেক্ষা করে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে নয়াপুর বাজারের পাশে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগা উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর,নয়াপুর উত্তর পাড়া মসজিদের সেক্রেটারি মোঃ ঈসমাইল ও কোষাদক্ষ মোঃ আরিফ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ রুহুল আমিনসহ ৫ গ্রামের অত্যন্ত কয়েকশত বাসিন্দা।
মানববন্ধনে অংশগ্রহণ করে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে মানববন্ধন করছি এটি একটি জনগুরুত্বপূর্ণ কালভার্ট ও খাল। যেই কালবার্টের নিচ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন এবং আমাদের সাদীপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ পাঁচ গ্রামের পানি নিষ্কাশিত হয় কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এই জনগুরুত্বপূর্ণ খালটি ভরাট করার পাঁয়তারা চলছে। যদি খালটি ভরাট করা হয় তাহলে সাদীপুর ইউনিয়ন ও জামপুর ইউনিয়নের কমপক্ষে পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। আমরা গ্রামবাসী কালবার্ট ও খাল বহাল রাখার জন্য নারায়ণগঞ্জ ডিসি মহোদয়, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছি। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর কল্যাণে এই খাল ও কালবার্টটি বহাল রেখে রাস্তা সংস্কার করবে। এই সময় খাল ও কালবার্ট এর গুরুত্ব উল্লেখ করে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকেই বক্তব্য রাখেন। পরে হাইওয়েতে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুগার্পুর উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। সাবেক সভাপতি মো. […]

উপজেলা থেকে গ্রাম বিচ্ছিন্ন করার প্রতিবাদে দুগার্পুর মানববন্ধন

Share the post

Share the postদুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুর উপজেলার দুটি ইউনিয়ন থেকে সাতটি গ্রাম কেটে অন্য উপজেলায় নেয়ার প্রতিবাদে সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক […]