

ফাহাদ , সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলাবদী এলাকায় জমি দখলের অভিযোগের ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত ব্যবসায়ীগন।সংবাদ সম্মেলনে ব্যবসায়ীগন বলেন , নাজমুল হুদার পিটার কাছ থেকে পাওয়ার ও বায়না সূত্র ে মালিক হওয়ার পরেও তার পিতার মৃত্যু হওয়ার পরে আবার তার কাছ থেকেও দলিলের মাধ্যমে আমরা সূত্রের মালিক হই কিন্তু সে অবৈধ ক্ষমতা দেখিয়ে অর্থ হাসিলের উদ্দেশ্যে এখন আবার সেখানে ওয়ারিশ সূত্রে মালিকানার দাবি করছি যা সম্পূর্ণ অবৈধ ও উদ্দেশ্যমূলক।
বৈধভাবে বিক্রি করা জমির মালিকানা নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে আইন বহির্ভূতভাবে জমি দখলের পাঁয়তারা করছে সে। এতে ব্যবসায়ীরা সহ এলাকাবাসী বিশাল বিভ্রান্তিতে পড়েছেন। ফলে সৃষ্টি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি। ব্যবসায়ীগন বলেন, সে রাজনীতির অবৈধ প্রভাব খাটানোর প্রচেষ্টা করছে এবং এলাকায় একটি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) আলাবদী এলাকার নাজমুল হুদা নিজ ভাড়াটিয়া বাসায় সংবাদ সম্মেলন করে দাবি করেন— তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে।
এর প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) বাদ আসর সোনারগাঁয়ের কলাপাতা রেস্টুরেন্টের হলরুমে এক পাল্টা সংবাদ সম্মেলনে অভিযুক্ত আল মামুন বাবু, শহিদুল ইসলাম পান্না, রুহুল হায়দার শামীম ও শরিফ হোসেন উপস্থিত সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন।