সৈয়দপুরে কৃষকদের কৃষি উপকরণ বিতরণ
রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): মুজিব বর্ষ উপলক্ষে সৈয়দপুরে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন রকম কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে এ উপকরণ বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন জনাব আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, সিনিয়র মনিটরিং অফিসার পি এম এস ইউ রংপুর।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইঞ্জিয়ার এ.কে.এম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে- ফুট পাম্প, হ্যান্ড স্প্রেয়ার, পাওয়ার স্প্রেয়ার, উইডার, উইনোয়ার ও ধান মাড়ই মেশিন।