সুনামগঞ্জে ২৭০ টি মাদ্রাসায় একযোগে জাতীয় পতাকা স্ট্যান্ডস,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান
আল হাবিব,সুনামগঞ্জ : সুনামগঞ্জে জেলার ২৭০টি কওমি ও আলিয়া মাদরাসায় সঠিক মাপের জাতীয় পতাকা স্ট্যান্ডসহ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ডিসেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে মাদরাসার সংশ্লিষ্টদের হাতে এসব তুলে দেন। এ উপলক্ষে জেলা আলোচনাসভা অনুষ্টিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভায় ভার্চুয়াল উপস্থিত থেকে বক্তব্য দেন মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মো. আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি পংকজ দে, মাওলানা আলীনূর, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনাসভায় জেলা প্রশাসক জানান, মহান মুজিব বর্ষ উপলক্ষে ২৭০টি মাদরাসায় স্ট্যান্ডসহ জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়। মাদরাসায় সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।