সিরাজগঞ্জে শাহজাদপুর সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: দুই হাজার নারী-পুরুষ পেলেন চিকিৎসা

Share the post
জলিলের রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনীর উদ্যোগে সুবিধাবঞ্চিত দুই হাজার নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মঙ্গলবার ২৯ শে জুলাই অনুষ্ঠিত হলো একটি উল্লেখযোগ্য ফ্রি মেডিকেল ক্যাম্প, যা স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবার একটি বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।
 সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে দুই হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগুলি উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পটি পরিচালিত হয়। স্বাস্থ্যসেবার এই প্রয়াসে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা অংশগ্রহণ করেন, যারা রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দেন।
 পাশাপাশি, প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দা রত্না বেগম বলেন, ‘আমাদের এলাকার জন্য এটি একটি বড় সুযোগ। চিকিৎসা সেবা পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু আজ এই ক্যাম্পের মাধ্যমে আমরা সহজেই চিকিৎসা পেয়েছি।’ এই উদ্যোগের পেছনে সেনাবাহিনীর সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায়।
 সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু করতে পেরে গর্বিত।’
এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা এবং তার সহজলভ্যতার দিকেও নজর দেওয়া হয়েছে।
এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। এই উদ্যোগটি সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য একটি আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
 ভবিষ্যতে এই ধরনের আরো ক্যাম্প আয়োজনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অবদান রাখা সম্ভব হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুগার্পুর উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। সাবেক সভাপতি মো. […]

উপজেলা থেকে গ্রাম বিচ্ছিন্ন করার প্রতিবাদে দুগার্পুর মানববন্ধন

Share the post

Share the postদুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুর উপজেলার দুটি ইউনিয়ন থেকে সাতটি গ্রাম কেটে অন্য উপজেলায় নেয়ার প্রতিবাদে সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক […]