সিইপিজেড এলাকায় সন্ধ্যাকালীন মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা চালুর উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি ।। চট্টগ্রাম
নগরীরর সিইপিজেডস্থ আলোরপথে-দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইটি(এডিডিএস)এনজিও সংস্থার মাসিক পর্যালোচনা সভা ০৫নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত।সংগঠনের উপদেষ্টা ডা.উদয়ন কান্তি মিত্র’র সভাপতিত্বে মাসিক পর্যালোচনা সভায় বিগত ২মাসের কার্যক্রম রিপোর্ট তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা।
সভায় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ আল-আমিন হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ আসাদুল ইসলাম,মহিলা সম্পাদীকা মিসেস শাহিনুর আলম,শ্রমিক প্রতিনিধি সম্পাদক মোঃ আরিফ হোসেন আকন্দ, সংস্থার অর্থ সম্পাদক রুমা ইয়াছমিন, সংগঠক কনা দাশ, সুরমা বেগম সহ অন্যান্য কর্মী, সংগঠক ওসাধারণ সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সংস্থার সন্ধ্যাকালীন ইপিআই সেশন, প্রাথমিক স্বাস্থ্য সেবা,মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য সেবা, সঞ্চয়ী হিসাবপত্র চালু করণ ,ঋণদান প্রকল্প এবং সাধারণ সদস্যর মাসিক ফি আদায় কল্পে নিয়মিত ফিল্ড পরিদর্শণ কার্যক্রম,আরো সদস্য ফরম বিতরণ সহ মহিলাদের সেলাই প্রশিক্ষণ প্রকল্প,ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প(আইসিটি-ডিজিটাল) প্রকল্প উদ্যোগ গ্রহণে সকলের সহায়তা কামনা করেন।সভা থেকে জাতীয় যুব দিবস আয়োজন এবং ডিসেম্বরে বিজয় অনুষ্ঠান করার প্রস্ততি নিবেন বলে জানানো হয়।