সাবেক কেন্দ্রীয় যুবদল নেতার বিরুদ্ধে গায়েবি মামলা বানিজ্যের অভিযোগ সহ ঝাড়ু মিছিল.
মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক কেন্দ্রীয় যুবদলের এক নেতার বিরুদ্ধে গায়েবী মামলার নামে বানিজ্যের অভিযোগ এনে তাঁর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও উপজেলা বিএনপি। সোমবার বেলা ১২ ঘটিকায় গজারিয়া উপজেলা পরিষদের প্রদান ফটকের সামনের সড়কে এই মানববন্ধন ও ঝাড়ু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ,বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবী মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য বন্ধ ও ইমামপুর ইউনিয়নবাসীর কাছ থেকে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় ইমামপুর পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান এর বিরুদ্ধে অভিযোগ এনে বক্তারা বলেন, সদ্য স্বাধীন বাংলায় গায়েবী মামলার নামে মামলা বাণিজ্য বন্ধ ও ইমামপুর ইউনিয়ন এলাকায় গ্যাস দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মুজিবুর রহমান,তাঁরা এর দৃষ্টান্তমূলক শাস্তি, এবং বিএনপি থেকে বহিষ্কারের দাবি করে। এসময় স্থানীয় ভুক্তভোগীরা শাস্তি ও বহিষ্কারের দাবিতে মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে থেকে খেয়া ঘাটে গিয়ে শেষ হয়।
এবিষয়ে অভিযুক্ত মজিবুর রহমান জানান, আমি দীর্ঘ ১০ বছর যাবত এলাকার বাহিরে, গ্যাসের টাকা নিলাম কিভাবে। মামলা/ গায়েবি মামলা করার বিষয় আমি অবগত না। বরং সবুজ মোল্লা আমার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা করেছে। আমাকে সম্মান হানি করার জন্য তারা এসব করছে। মানব বন্ধনে শত শত মানুষের উপস্থিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ মিয়াজী, স্বেচ্ছাসেবক দল নেতা ইমন আহমেদ মোল্লা সবুজ,গজারিয়া সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিদোয়ান মিয়াজী প্রমুখ।