সানি লিওনের রাগিনী এমএমএস২ এর বিতর্কিত ট্রেইলার মুক্তি পেলো
বিনোদন ডেস্ক :
সানি লিওন যৌন আবেদন সৃষ্টিতে তার যে ক্ষমতা তার খুব সামান্যই তিনি ব্যবহার করেছেন বলিউডের বড় পর্দায় তার অভিষেক ফিল্ম জিসম ২তে। কারণ পূজা ভাটের প্রেম ও যৌনতা মিশ্রিত জিসম২ দেখতে গিয়ে নাকি সানি লিওন ভক্তরা দারুণ ক্ষেপে গিয়েছিলেন, বড় পর্দায় তিনি নিজেকে তেমন খুলে দেননি বলে! তাদের আরও বক্তব্য ছিলো, সানি নিজের প্রতিভার খুব কমই মেলে ধরেছিলেন ঐ ছবিটিতে, ফলে পর্দায় আগুন ছড়ানোর মত কিছুই ঘটেনি জিসম২ ফিল্মে।
তবে এবার পর্ণো তারকা সানি লিওন তার অতীতের সেই সমালোচনাকে ধুলোয় মিশিয়ে দিতে বদ্ধপরিকর। আজ মুক্তি পাচ্ছে সানি লিওনের দ্বিতীয় ছবি রাগিনী এমএমএস২-এর ট্রেইলর। ৯০ সেকেন্ডের এই ট্রেইলর সানি লিওনের দেহ-সৌন্দর্যের পাশাপাশি যৌনতার তীব্র আবেদন নিয়ে আগুনের ফুলকি ছড়াবে বড় পর্দায়। প্রযোজক একতা কাপুরের হাতে পড়ে সানি তার প্রতিভার সবটুকুই নাকি উজাড় করে দিয়েছেন রাগিনী এমএমএস২ তে। এমন সানি লিওনকে নাকি আগে কখনও দেখেনি কেউ ।

একতা কাপুর জানিয়েছেন- যৌনতা এবং ভৌতিক ভয়াবহতার ছড়াছড়ি রাগিনী এমএমএস২; আগের ছবির সব মাত্রাকে ছাড়িয়ে যাবে নতুন এই ছবিটি। ট্রেইলরেই তার স্বাদ পাবেন দর্শকরা। খবর বলিউড লাইফ-এর।

একতা কাপুরের যা বক্তব্য, তাতে মনে হচ্ছে- এটি ভয় মিশ্রিত কোনো পর্ণোগ্রাফি হতে যাচ্ছে, যেখানে সানি লিওন নিজেকে উজাড় করে সব দেখাবেন দর্শকদের! আপনারাও কি দেখতে আগ্রহী? এমন প্রশ্ন তুলেছে বলিউড লাইফ।
২০১৪ সালে মুক্তির অপেক্ষায় বালাজি মোশন পিকচার্স এবং এএলটি এন্টারটেইনমেন্ট-এর প্রকাশিত রাগিনী এমএমএস ট্রেইলরে সানি লিওনের ও সন্ধ্যা মৃদুলের চুম্বন ও যৌনতার দৃশ্য উত্তেজক হিসেবেই মনে করা হচ্ছে।