সাতক্ষীরা কালীগঞ্জে ১৬শ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে ১৬শ পিস ইয়াবা ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকাসহ আব্দুল মাজেদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১ অক্টোবর) উপজেলার কৃষ্ণনগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আব্দুল মাজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর ১০(ক) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান কালীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে কালিগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।